Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে বোগলাবাজার সড়কে খানাখন্দে ভরপুর ময়লা-আবর্জনার পাহাড়

দোয়ারাবাজারে বোগলাবাজার সড়কে খানাখন্দে ভরপুর ময়লা-আবর্জনার পাহাড়

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজার সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। এটি সড়ক নয় যেন খানাখন্দে ভরপুর ময়লা-আবর্জনার ভাগাড়। এই অবস্থায় এই সড়ক দিয়ে হেঁটে চলা কঠিন হয়ে পড়েছে।

বাজারের ব্যবসায়ী মো.আব্দুর রহিম সহ অন্যান্যরা জানান, বাজারটিতে দুই শতাধিক ব্যবসয়ী রয়েছেন। পাশে বোগলা স্কুল অ্যান্ড কলেজ,বোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, কিন্ডারগার্ডেন, বিভিন্ন এনজিও অফিস রয়েছে। এ বাজারটির উপর ১৫-২০টি গ্রামের মানুষ আসা যাওয়া করেন।

 

এছাড়া নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যই এখান থেকে ক্রয়-বিক্রয় করেন। কিন্তু বাজারের ভিতরে সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল করতে পারে না। চলাচল করলেই দোকান ও পথচারীরা কাদা ছিটে পড়ে। এছাড়া ময়লার দুর্গন্ধে নাক চেপে পথ চলা দায় হয়ে পড়ে।

 

ক্রেতা তাইজ উদ্দিন জানান, বাজারে আসলে কাদার কারণে চরম দুর্ভোগে পড়তে হয়। যানবাহন চলাচল করা আরও কঠিন। এতে করে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে।

পান বিক্রেতা মো.আলম মিয়া বলেন, সড়কে পানি জমে ময়লা-আবর্জনায় সয়লাব। খানাখন্দে ভরপুর সড়কটির দ্রুত সংস্কার প্রয়োজন।

 

উপজেলা পরিষদের সদ্যবিদায়ী সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু বকর সিদ্দিক জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলা ও বাজার ব্যবস্থাপনা কমিটি না থাকার কারণে বাজারের বেহাল অবস্থা,বাজারের ড্রেনেজ ব্যবস্থা করা খুবই প্রয়োজন। বাজারের সড়কের বিষয়সহ বাজার উন্নয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments