দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক কর্মসূচি দিয়ে মাঠে নামছে বিএনপি। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। একই সঙ্গে অঙ্গ-সহযোগী সংগঠন যুব, স্বেচ্ছাসেবক, ছাত্রদলও জেলা-মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
এসব কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থককে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। বিশেষ করে কাল ১৫ আগস্ট ঘিরে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে-এমন আশঙ্কা করছে বিএনপি। এজন্য ওইদিন ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। রাজধানীসহ সব মহানগর ও জেলা সদরের পাড়া-মহল্লায় অবস্থান নেবে নেতাকর্মীরা।
বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছেন। তিনি এখন ভারতে অবস্থান করছেন। ছাত্র-জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তারা দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে আন্তরিকভাবে কাজ করছে। বিএনপিসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলও অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে। কিন্তু আওয়ামী লীগ বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
১৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি দায়িত্বশীল দল হিসাবে বিএনপি ঘরে বসে থাকতে পারে না। যে কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক কর্মকাণ্ড করার অধিকার আছে। কিন্তু শান্তির নামে অশান্তির সৃষ্টি করলে তা জনগণের স্বার্থে প্রতিহত করা হবে।
যদিও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন দোয়ারাবাজার উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন বুধবার সকাল ১১ ঘটিকায় দোয়ারা বাজার মা জননী কমিউনিটি সেন্টারে সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম নমুর সভাপতিত্বে ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারীর সঞ্চালনায়এক বিরাট মত বিনিময় সভা ও দোয়ারাবাজার সদরে ভিক্ষোভ মিছিল হয়, ভিক্ষোভ মিছিল ও পরবর্তী পথ সভায় দোয়ারাবাজার উপজেলার বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বলেন ‘বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশপ্রেমিক চৌকশ সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের ওপর সংঘটিত নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে’ কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।
একই সঙ্গে ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াই করা ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিও চাওয়া হয়েছে ।
‘ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার দোসরদের’ বিচারের দাবিতে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার দুদিন সারা দেশে দলের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া ১৬ আগস্ট দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার দীর্ঘায়ু ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় সারা দেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হবে।
এদিকে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল সারা দেশে আজ ও আগামীকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
কিন্তু ১৫ আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে। জাগ্রত ছাত্র-জনতা সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শান্তিপূ একটি কুচক্রী মহল দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সহায়তায় ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেভাবে মাঠে থাকবে, তাদের সঙ্গে ছাত্রদলও পাশাপাশি থেকে রাজপথে অবস্থান নিতে পারে এবং সব ষড়যন্ত্র মোকাবিলা করে এই বিজয়কে সুসংহত করতে পারে সেভাবে দিকনির্দেশনা আমরা দিচ্ছি। যাতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।