Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে থানায় এসেছে পুলিশ, কার্যক্রম শুরু

শ্রীমঙ্গলে থানায় এসেছে পুলিশ, কার্যক্রম শুরু

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::

বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় শ্রীমঙ্গল থানায় পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। রবিবার থেকে কাজে যোগদান করেন থানার অধিকাংশ পুলিশ। রবিবার (১১ আগস্ট) বিকেল ৫টায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা বলেন,আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন।

তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে।

 

এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম বলেন,শ্রীমঙ্গল পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে আগের রুপে ফিরে যাবে। তিনভাগের দুই ভাগ পুলিশ তাদের কাজে যোগদান করেছে বাকীরা দুই একদিনের ভেতর যোগদিবেন বলে তিনি আশাবাদী। আপাততঃ থানা কম্পাউন্ডের কি কি ক্ষতি হয়েছে তার হিসেব নিকেশ করা হবে।

 

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু তালেব,‌‌‌র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি ইকরামুল ও ওসি বিনয় ভূষণ রায়।

৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি। এরপর নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments