Friday, November 8, 2024
Homeবিনোদনকী কারণে নাইট গার্ড হলেন নীলাঞ্জনা নীলা!

কী কারণে নাইট গার্ড হলেন নীলাঞ্জনা নীলা!

 

বিনোদন প্রতিবেদক :

লাক্স সুপারস্টার ২০১৪ এর প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা নীলা বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন। এর সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ চলচ্চিত্রের মাধ্যমে আবারো বড় পর্দায় ফেরেন এই অভিনেত্রী। তবে এবার এই অভিনেত্রী নাইট গার্ডের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

 

জানা গেছে, নীলা’র নাইট গার্ড হওয়াটা কিন্তু তার নতুন কোনো ছবির কারণে নয়, দেশের চলমান পরিস্থিতিতে এই অভিনেত্রী অনেকের মতোই রাস্তায় বেরিয়ে এসে নিজের এলাকা পাহারা দিচ্ছেন। গেলো কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় রাতে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমেও এই খবর উঠে এসেছে। ডাকাত ঠেকাতে একত্র হয়ে স্থানীয় সাধারণ মানুষ পাহারা দিচ্ছেন। অভিনেত্রী নীলাঞ্জনা নীলাও ডাকাত ঠেকাতে পাহারা দিচ্ছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন। ৯ আগস্ট দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন – ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড।

 

জানা যায়, নীলাঞ্জনা নীলা’র এই পোস্টে অনেকে প্রশংসাসূচক মন্তব্য করেছেন। মাসুম আহমেদ মন্তব্যে লিখেছেন, ‘সময়ের সাহসী নারী যোদ্ধা’। জাহিদুল ইসলাম লিখেছেন, ‘ব্যাপার না, যা-ই হোন না কেন দেশটা সবার, সবাই মিলেই দেশটার যত্ন নিতে হবে।’

 

নীলাঞ্জনা নীলা অভিনীত সর্বশেষ ছবি ‘শ্যামাকাব্য’ ৩ মে মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামাকাব্য’ পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments