বিশেষ প্রতিনিধি,
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের পর পদত্যাগ করল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
শনিবার (১০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এদিন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন বলে জানান রেজিস্ট্রার।
রেজিস্ট্রার ফজলুর রহমান বলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন পদত্যাগ করেছেন। আজ সন্ধ্যা নাগাদ রেজিস্ট্রার দফতরে তার পদত্যাগের অফিসিয়াল নোটিশ আসে।
জানা যায়, ২০২৩ সালের ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সপ্তম কোষাধ্যক্ষ এবং প্রথম নারী কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। তিনি শাবিপ্রবির ষষ্ঠ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
এদিকে গত বুধবার (৭ আগস্ট) তাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শাবিপ্রবির সমন্বয়ক দল। কিন্তু ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও তিনি পদত্যাগ না করলে তাকে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেন।
এরআগে শিক্ষার্থীদের আল্টিমেটামের চাপে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সব সদস্য ও আবাসিক হলগুলোর প্রভোস্ট বডির সদস্যরা রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেয়।