Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীরা যাতে যানজট মুক্ত ভাবে কেন্দ্র উপস্থিত হতে পারে, সড়কে...

শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীরা যাতে যানজট মুক্ত ভাবে কেন্দ্র উপস্থিত হতে পারে, সড়কে কাজ করেছেন ইউএনও

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি::

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সকালে শ্রীমঙ্গলে তীব্র যানজট দেখা যায়। এতে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয় পরীক্ষার্থীদের। এতে তাদের মধ্যে দেখা যায় আতঙ্ক। ছোটাছুটি করতে দেখা গেছে অভিভাবকদেরও।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি মাথায় নিয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন নিজে সড়কে উপস্থিত থেকে শ্রীমঙ্গলের এইচএসসি পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে যানজট মুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারে সেজন্য থানা পুলিশের একটি টিম নিয়ে সড়কে যানযট মুক্ত করতে কাজ করেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, ৭১ টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদসহ পুলিশের একাধিক টিম।

পথচারীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেল পার্কিং করে রাখা হচ্ছে। অথচ অধিকাংশ ভবনের ভেতরে সঠিক পার্কিংয়ের ব্যবস্থা নেই। ব্যস্ত রাস্তায় যত্রতত্র পার্কিং, ভ্রাম্যমাণ খাবার গাড়ি, ভ্রাম্যমাণ দোকান এগুলোর কারণে যানজট হচ্ছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, যানজট নিরসনের লক্ষে জনগন কে সচেতন করার উদ্দেশ্যে জেলা পুলিশের পক্ষ হতে মাইকিং করা হচ্ছে।আসুন সবাই পুলিশকে সহায়তা করি। সবাই নেগেটিভ মন্তব্য না করে নিজেরা সচেতন হই এবং পুলিশকে সহায়তা করি। অফিসার ইনচার্জ হিসাবে তিনি শ্রীমঙ্গল উপজেলা বাসীর সার্বিক সহায়তা কামনা করেন।

শ্রীমঙ্গল পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অমিতাভ শেখর চৌধুরী বলেন, শ্রীমঙ্গলে বিভিন্ন সড়কে সকাল থেকেই শিক্ষার্থী ও অফিসগামী মানুষের ভিড় বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে সড়কে বেড়েছে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি চাপ। ফলে অন্যান্য দিনের তুলনায় পরীক্ষার সময় যানজট একটু বেশি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments