বিশেষ প্রতিনিধি,
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করার পর পরই রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগের কার্যালয়, নেতাকর্মীদের বাসাবড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থানে সড়কে অগ্নিসংযোগ করা হচ্ছে।
জানা গেছে, শেখ হাসিনা দেশত্যাগ করার পর পরই তার বেসরকারি বাসভবন সুধাসদন, ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়, দলটির কেন্দ্রীয় ও ঢাকা জেলা কার্যালয়সহ বিভিন্ন স্থানে হামলা করে লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উল্লাস করছে দুর্বৃত্তরা। বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেওয়া হয়।
এদিকে পুরান ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের দলীয় অফিসগুলো ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। রাজধানী গেন্ডারিয়া থানাথীন সবগুলো আওয়ামী লীগের অফিসে হামলা করা হয়েছে, তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওয়ারী থানাধীন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে দিয়েছে। শ্যামপুর থানাধীন ৫১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় হামলা করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মী মোটরসাইকেল লুট করে আগুনে জ্বালানি উল্লাস করে দুর্বৃত্তরা।
এছাড়া শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবুর বাড়িতে ইটপাটকেল ছুঁড়ে মারা হয়। ধোলাইপাড় মোড়ে যুবলীগের কার্যালয় ভেঙে ফেলা হয়। মুগদা, মান্ডা, খিলগাঁও, বাসাবো এলাকাতেও আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের অফিস ভাঙচুর করা হয়েছে।