Saturday, November 23, 2024
Homeলিড সংবাদহবিগঞ্জে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ, নিহত বেড়ে ৬

হবিগঞ্জে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ, নিহত বেড়ে ৬

বিশেষ প্রতিনিধি::

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।

সোমবার সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকে। এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। একপর্যায়ে বিক্ষোভকারী জনতা থানায় আগুন ধরিয়ে দেয়।

হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নূরুল হক বলেন, গুলিবিদ্ধ হয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ছয়জনের মৃত্যু হয়। আরো বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, এখনো পরিস্থিতি উত্তপ্ত। কথা বলার সুযোগ নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments