নিজস্ব প্রতিবেদক,
সিলেটের মদিনা মার্কেট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ। সংঘর্ষ এখনও চলমান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিকেল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা। শাবিপ্রবির প্রধান ফটক থেকে মিছিল নিয়ে মদিনা মার্কেট এলাকায় আসতে থাকেন তারা। মদিনা মার্কেট এলাকায় সড়ক অবরোধ করলে সেখানে অবস্থানরত পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়।
এরপরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করলে ইট-পাটকেল ছুঁড়তে থাকলে, পুলিশও পালটা জবাবে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছুঁড়ে। মুহুর্মুহু সংঘর্ষে পুরো এলাকাই রণক্ষেত্রে পরিণত হয়েছে, আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।
আরো জানা গেছে, ঘটনাস্থলে আনুমানিক পাঁচশো শিক্ষার্থী এবং দেড় শতাধিক পুলিশের অবস্থান রয়েছে।