Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার 

কমলগঞ্জে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার 

 

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

 

মৌলভীবাজারের কমলগঞ্জের একটি গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটিকে কামাড়ছড়া ভিটের রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়। আটক ও অবমুক্ত করার সত্যতা নিশ্চিত করেন রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান।

 

গত বুধবার (৩১জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রাম থেকে অজগরটি উদ্ধার করা হয়।

 

 

স্থানীয়রা জানান, আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর শ্রীনাথপুর গ্রামে লোকালয়ে খাবারের সন্ধানে বেরিয়ে আসে একটি অজগর। কৃষক পারভেজ মিয়া কৃষি জমিতে কাজ করতে গেলে সাপটি চোখে পড়ে। তিনি অজগর সাপ ভেবেই সাপটিকে আটক করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজুকে অবগত করলে তিনি ঘটনাস্থলে এসে রাজকান্দি রেঞ্জ বন বিভাগকে খবর দিলে তারা রাজকান্দি রেঞ্জের কামাড়ছড়া বিটের রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়।

 

রেঞ্জ বন বিভাগ সূত্রে জানা যায়, আলীনগর ইউপি চেয়ারম্যান মোবাইল ফোনে জানান শ্রীনাথপুর গ্রামে একটি অজগর সাপ আটক করা হয়েছে। হয়তো খাবারের সন্ধ্যানে লোকালয়ে বেরিয়ে এসেছে। আমরা দ্রুত সেখানে গিয়ে সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করি। সাপটি সুস্থ থাকায় বুধবার বিকালে দিকে রাজকান্দি রেঞ্জের কামাড়ছড়া বিটের রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়।

 

ইউপি চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু বলেন, গ্রামের স্থানীয় লোকজন অজগর সাপটিকে উদ্ধার করে আমাকে খবর দেন। পরে বন বিভাগকে খবর দিলে তারা দ্রুত চলে আসেন। আমি সাপটি বন বিভাগের কাছে হস্ত্যান্তর করি।

 

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করেন রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান। এটি প্রায় ৯ ফুট লম্বা ছিল। ওজন প্রায় ৮ কেজির মতো ছিল। সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে বুধবার বিকালের দিকে কমলগঞ্জের রাজকান্দি কামাড়ছড়া ভিটের রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments