Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝলক দত্ত,(শ্রীমঙ্গল প্রতিনিধি):::

শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিকাল ৩টার সময় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জের উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল,
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, প্রকৌশলী মোঃ ইউছুপ হোসেন খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব মোঃ আছাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, পৌর যুবলীগের সভাপতি ও সাবেক ফুটবলার আকবর হোসেন শাহীন, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, সিন্দুরখাঁন ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, শিক্ষক কল্যাণ দেব, সাবেক খেলোয়াড় আলতাফ হোসেন মোর্শেদ ও জায়েদ আহমেদ মনি প্রমুখ।

উদ্বোধনী খেলায় রাজঘাট ইউনিয়ন ১-০ গোলে ভুনবীর ইউনিয়নকে পরাজিত করে। দিনের অপর খেলায় মির্জাপুর ইউনিয়ন ৩-০ গোলে সিন্দুরখাঁন ইউনিয়নকে পরাজিত করে। খেলার ধারা বিবরনীতে ছিলেন মো: ছালেহ আহমদ। খেলা পরিচালনা করেন মো: মিজানুর রহমান, মো: আবুল কাশেম, সুদর্শন দাশ ও মো: এমাদুর রহমান।

এ ফুটবল টুর্নামেন্ট উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে। আগামী ৩১ জুলাই ফাইনাল খেলায় বিজয়ী দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments