Friday, November 8, 2024
Homeঅন্যান্যপ্রযুক্তিজাফর ইকবালকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘আজীবন নিষিদ্ধ’ ঘোষণা

জাফর ইকবালকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘আজীবন নিষিদ্ধ’ ঘোষণা

বিশেষ প্রতিনিধি,

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ক্যাম্পাসে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

 

বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে সাধারণ শিক্ষার্থীদের নামে একটি বিবৃতি আন্দোলনকারী শিক্ষার্থীদের ফেসবুক ওয়ালে ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। ওই বিবৃতিতে ‘মুহম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো’ বলে উল্লেখ করা হয়।

 

একই সঙ্গে রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ভবন, উপাচার্য ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের কোয়ার্টার ত্যাগ করার জন্য বলা হয় ওই বিবৃতিতে।

 

 

ড. মুহম্মদ জাফর ইকবাল এই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার স্ত্রী ড. ইয়াসমিন হকও এই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কোটা সংস্কার আন্দোলন নিয়ে মঙ্গলবার একটি নিবন্ধ লেখেন মুহম্মদ জাফর ইকবাল। এই নিবন্ধের একটি ছোট অংশ ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

 

 

এদিকে সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসন। এছাড়াও বিকেল ৩টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় হল ছাড়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত ছড়িয়ে পড়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা হল ছাড়বেন না বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments