Saturday, November 23, 2024
Homeঅপরাধদোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ পিতা-পুত্র গ্রেফতার

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ পিতা-পুত্র গ্রেফতার

 

 

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ভারতীয় ৮৭ বস্তা চিনি ও পিতা পুত্র সহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বোগলাবাজার বোগলাবাজার ইউনিয়নের আটকৃত আসামিদের বসত ঘরে অভিযান পরিচালনা করে তাদের বসত ঘরে তল্লাশি করে ৪৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

 

এসময় তাদের দেয়া তত্ত্ব মতে বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের আব্দুল আলীর বসত ঘর থেকে ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মোঃ এনামুল হক মিঠু, এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার বালিছড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০), এবং রফিকুল ইসলামের ছেলে আল আমিন (১৯)।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জানালেন, আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের বাড়িতে মজোদ করে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments