Friday, November 8, 2024
Homeলিড সংবাদশিক্ষার্থীদের আন্দোলন একমাস স্থগিত করতে বললেন ব্যারিস্টার সুমন

শিক্ষার্থীদের আন্দোলন একমাস স্থগিত করতে বললেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক,

 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আন্দোলন একমাস স্থগিত করতে বলেছেন, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন আলোচিত এ আইনজীবী।

 

ব্যারিস্টার সুমন আরও বলেন, প্রয়োজনে আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানাব।

 

তিনি বলেন, ‘বিষয়টি এখন আদালতে কাছে। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব, তারা যেন একটা মাস অপেক্ষা করেন।’

 

প্রসঙ্গত, কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট পরে লাঠি, হকিস্টিক, গাছের গুড়ি নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এই হামলায় আহত হয়েছেন প্রায় ৩০০ জন। তাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের দাবিতে আজ সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। তাদের এ কর্মসূচি বেলা ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে। অপরদিকে ছাত্রলীগের পক্ষ থেকেও বেলা দেড়টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments