Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জে গউছসহ বিএনপির ১০০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে গউছসহ বিএনপির ১০০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১ হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পুলিশ।

সোমবার সদর থানায় পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে মামলা দুটি করা হয়।

মামলায় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে। দুটি মামলায়ই শতাধিক ব্যক্তির নামোল্লেখ ও অজ্ঞাতসহ প্রায় ১ হাজার জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান।তিনি বলেন, মামলা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন আছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল ৫টার দিকে জেলা বিএনপি শায়েস্তানগর এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্ট হয়ে ঈদগাহ রোড ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে পৌঁছে। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ বাধা দেয়।

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। দলীয় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। দফায় দফায় চলে পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষ।

 

দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে সদর থানার ওসিসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments