সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় কয়েকদফা বন্যায় প্রায় ১শ’ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতির পরিমান প্রায় আড়াইশ কোটি টাকা হবে বলে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে।
সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন যেসব এলাকায় সড়ক সেতু কালভার্ট বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো হচ্ছে গোবিন্দগঞ্জ, ছাতক, দোয়ারাবাজার সড়কের প্রথম কিলোমিটার হতে ২৭ কিলোমিটার সড়কের ২২.৬০ কিলোমিটার অংশ দোয়ারাবাজার ,সুনামগঞ্জ সড়কের প্রথম হতে ১৮ তম কিলোমিটার সড়কের ১৫.৮০ কিলোমিটার, সুনামগঞ্জ, কাচিঁরগাতি বিশ্বম্ভরপুর সড়কের দ্বিতীয় হতে ১৬ তম অংশে ১২.৩২ কিলোমিটার, নিয়ামতপুর,তাহিরপুর সড়কের প্রথম হতে ১৭ ,তম অংশে ১০.৯০ কিলোমিটার, জামালগঞ্জ সুনামগঞ্জ সড়কের প্রথম হতে ১৯ তম অংশে ১২.৩০ কিলোমিটার, মদনপুর,দিরাই ,শাল্লা সড়কের তৃতীয় হতে ২৫ তম অংশে ৭.৮০ কিলোমিটার, সিলেট, সুনামগঞ্জ সড়কের ২৩ হতে ৬৮ তম অংশে ৬.২০ কিলোমিটার, এবং পাগলা,জগন্নাথপুর, রাণীগঞ্জ ,আউশকান্দি সড়কের ৬ হতে ২৯ তম অংশে ৭.৬৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত সড়ক গুলো দীর্ঘ মেয়াদী মেরামতের জন্য প্রায় আড়াই শো কোটি টাকার প্রয়োজন বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাছাড়া মানুষের বাড়িঘর, গবাদিপশু, স্কুল, মাদরাসাসহ সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান বানের পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে।
সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা আগাম বন্যা এবং অতি বৃষ্টির কারণেই সুনামগঞ্জ জেলার বন্যার সৃষ্টি হয়েছে।ফলে সুনামগঞ্জ জেলার কয়েক টি সড়কের উপর পানি প্রবাহিত হলে উপজেলা গুলোর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সুনামগঞ্জ সড়ক বিভাগের কয়কটি সড়কের অংশ বিশেষ পেভমেন্ট পানিতে নিমজ্জিত হয়েছে,বন্যার পানি সড়কের এক পাশ থেকে অন্য পাশে প্রবল বেগে প্রবাহিত হয়েছে। ফলে পেভমেন্ট পটহোলস ,আন্ডুলেশন,ডিপ্রেশনের সৃষ্টি হয়েছে,কোথাও কোথাও পেভমেন্টের ধার ভেঙ্গে গিয়েছে, সড়কের সোল্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন সেতু,কালভার্ট এপ্রোচের মাটি ধ্বসে পড়েছে ও দেবে যাচ্ছে।
যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক সচল রাখার জন্য অধিক ক্ষতিগ্রস্ত অংশে বিভাগীয় ভাবে এইচবিবি , ব্রিক,সোলিং,ব্যাটস,খোয়া,বালি ইত্যাদি ফেলে কাজ করা হচ্ছে। বিভিন্ন সেতু,কালভার্ট এপ্রোচসহ ক্ষতিগ্রস্ত সড়কে সোল্ডারে লোহার পাইপ, বল্লি,বাঁশ,দ্বারা প্যালাসাইটিং জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ প্লেসিং এর মাধ্যমে কাজ করছে।
তিনি আরও জানান মোট ৮ টি সড়কের ৯৫.৫৬ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দীর্ঘ মেয়াদী মেরামতের জন্য ২৪৯ কোটি ৯৬ লক্ষ টাকার প্রয়োজন।