Friday, November 8, 2024
Homeইসলামহিংসা নেক আমল ধ্বংস করে

হিংসা নেক আমল ধ্বংস করে

ইসলাম প্রতিদিন,

 

হিংসা বিদ্বেষ লালন একটি মন্দ স্বভাব। যার ফলে আমাদের অনেক নেক আমল; ভালো কাজ, নেকি ও পুণ্য নষ্ট হয়ে যায়। হিংসা বা অহংকার মানুষের পতন ঘটায়।

আর (আশ্রয় পার্থনা করুন) হিংসুকের হিংসা বিদ্বেষ অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। (সুরা ফালাক : ০৫)

 

আর (আশ্রয় পার্থনা করুন) হিংসুকের হিংসা বিদ্বেষ অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। (সুরা ফালাক : ০৫)

 

মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য হাদিসে বলা হয়েছে, হিংসা নেক আমলকে নষ্ট করে দেয়। আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে দেয়। এমনকি আল্লাহ তায়ালা হিংসুকের হিংসা অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বলেছেন। আর (আশ্রয় পার্থনা করুন) হিংসুকের হিংসা বিদ্বেষ অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। (সুরা ফালাক : ০৫)

 

 

আমরা অনেকেই বুঝে বা না বুঝে অন্যের জন্য অমঙ্গল কামনা করি। অন্যের স্বচ্ছলতাকে মেনে নিতে পারি না। অর্থ সম্পদ দেখে হিংসা করি। কারও সংসারের সুখ শান্তি ও আনন্দকে সহ্য করতে পারি না। সর্বক্ষণ তাদের ক্ষতির চিন্তা করি। এ জাতীয় মন্দ গুণ ও স্বভাব চরিত্র কখনো একজন মুসলমানের মধ্যে থাকা উচিত নয়।

 

এভাবে মানুষের আরাম আয়েশ বিশ্রাম ও শান্তি নষ্ট করা এক ধরনের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার নামান্তর। যা অত্যন্ত নিন্দিত কাজ। কোরআনে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা বিশৃঙ্খলা–অশান্তি করাকে পছন্দ করেন না। (সুরা বাকারা : ‎২০৫)

 

সাহাবি হজরত যুবাইর ইবনুল আওয়াম রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বেকার উম্মতের একটি রোগ তোমাদের মধ্যেও সংক্রমিত হয়েছে। তা হলো, পরস্পর হিংসা-বিদ্বেষ ও ঘৃণা। আর এ রোগ মুণ্ডন করে দেয়। আমি বলছি না যে, চুল মুণ্ডন করে দেয়। বরং, এটা দীনকে মুণ্ডন (ধ্বংস) করে দেয়।

 

ঐ মহান সত্তার শপথ, যাঁৎর হাতে আমার জীবন! তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। তোমরা যদি একে অপরকে না ভালোবাসো, তবে ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে বলবো না যে, পারস্পরিক ভালোবাসা কোন্ কাজের মাধ্যমে মজবুত হয়? তোমরা পরস্পর সালামের বিস্তার ঘটাও। (সুনানে তিরমিজি : ২৫১০)

 

উপর্যুক্ত হাদিস আমাদেরকে এ শিক্ষা প্রদান করে যে, আমরা একে অপরের সঙ্গে মহব্বত ও ভালোবাসা পূর্ণ সম্পর্ক রাখব। কারও সঙ্গে শত্রুতা করব না। হিংসা বিদ্বেষ ও ঘৃণা লালন করব না ইত্যাদি। আর একে অপরকে সালাম ‘আসসালামু আলাইকুম’ বিনিময়ের মাধ্যমে কল্যাণ কামনা করে আমরা ভালোবাসা ও সৌহার্দ্য-সম্প্রতির বন্ধনকে অটুট করতে পারি।

হজরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিনের অন্তরে আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামের উত্তাপ একত্রিত হবে না। অনুরূপ কোনো বান্দার অন্তরে ঈমান ও হিংসা একত্রিত হতে পারে না। (সুনানে নাসাঈ : ৩১০৯)

 

 

এ হাদিসটি আমাদেরকে বলছে, হিংসা ও ঈমান কখনো এক হতে পারে না। অর্থাৎ, কোনো মুমিন বান্দার মধ্যে হিংসা বিদ্বেষ থাকতে পারে না। বরং অপর এক হাদিস মতে, মুমিন বান্দা সর্বদা সকলের জন্য কল্যাণকামী হবেন। অমঙ্গল কামনা করবেন না! তবে হিংসাত্মক মনোভাব পোষণ করা কী কল্যাণের অন্তরায় নয়?

 

আল্লাহ তায়ালা আমাদেরকে সবার জন্য কল্যাণকামী হিসেবে কবুল করুন। হিংসা বিদ্বেষ পোষণ করা। অন্যের ক্ষতি করা। কারও হক– পাওনা অধিকার নষ্ট করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। হিংসুকের হিংসা বিদ্বেষ ও অনিষ্ট থেকেও আমাদেরকে হেফাজত করুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments