Sunday, November 24, 2024
Homeসারাদেশবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

 

জেলা প্রতিনিধি,

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

এতে ট্রাকচালকসহ ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বীরপাশা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও বাসযাত্রীসহ অন্তত ৫ জন আহত হন।

 

পরে ইসলামপুর পুলিশ ফাঁড়ি ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। এরই মাঝে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর যানজট নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার শ্যানাল জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, যানজট এখন নিয়ন্ত্রণে এসেছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments