বিনোদন প্রতিবেদক :
কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিটি দিয়ে দেশে বাজার মাত করেছেন সুপারস্টার শাকিব খান। কিন্তু বিদেশের বাজারে শুধু মুখেই আওয়াজ। আর কলকাতায় তো তুফান এর কোনো নাম গন্ধ নেই। সব মিলিয়ে নিজ দেশের ভক্তদের মন জয় করতে পারলেও আন্তর্জাতিক ভক্তরা শাকিবকে বাজে ভাবে নিরাশ করেছেন। এদিকে ক্যারিয়ারের শুরু থেকে অনেক বছরই উৎসব ও উৎসবের বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের ছবি। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার ছবি ঈদ ছাড়া মুক্তি পায়নি।
শাকিব খানের সমালোচকরা কিছুদিন ধরেই বলাবলি করছেন – ঈদ ছাড়া তার ছবি ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে পারবে কিনা সন্দেহ! আর এটা উপলব্ধি করেই নাকি শাকিব দুই ঈদ ছাড়া তার অভিনীত ছবি মুক্তি দিতে চান না। যদিও তুফান ছবির মুক্তির আগে তিনি বলেছেন, ঈদ কিংবা ঈদের বাইরে ছবি মুক্তি দিয়ে সফল হয়েছেন বহুবার, নতুন করে তাকে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই।তবে শোনা যাচ্ছে, এবার শাকিব খান পড়ে যাচ্ছেন একটি চ্যালেঞ্জের মধ্যে। কারণ বর্তমানে দেশের সবচেয়ে বড় এই তারকার ছবি মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরে।
কোনো উৎসবের বাইরে তার ছবি মুক্তির এমন ঘটনা নিকট অতীতে নেই। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ই হচ্ছে শাকিবের পরবর্তী মুক্তি প্রতীক্ষিত ছবি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন শাকিবের ছবি ঈদ ছাড়া কতোটুকু সাফল্য পায়, সেটা অনেকদিন পর দেখা যাবে এই ছবির মাধ্যমে। সবমিলিয়ে বিষয়টি শাকিব খানের জন্যও বড় চ্যালেঞ্জে হিসেবেই দেখছেন অনেকেই। বিশেষ করে নায়িকা সোনাল চৌহানকে নিয়ে কতটা সাফল্য তার ঝুলিতে ভরতে পারেন সেটাই এখন বড় চ্যালেঞ্জ। কারণ, প্রিয়তমা ছবিতে কলকাতার নায়িকা ইধিকা পালকে শাকিবের নায়িকা হিসেবে সবাই গ্রহণ করলেও রাজকুমার ছবির নায়িকা কোর্টনিকে কেউ গ্রহণ করতে পারেনি। আর তুফান এ মিমি ও নাবিলাকে নিয়ে তো দেশের বাইরে সাফল্য আসেনি। তাই আসন্ন দরদ ছবিতে সোনালকে নিয়ে তার সাফল্যের বিষয়ে অনেকেই সন্দিহান।
দরদ ছবির মাধ্যমে শাকিব খানকে বলিউডের সোনাল চৌহান নিয়ে প্যান ইন্ডিয়ায় লড়াই করতে হবে। কারণ, ছবিটি প্যান ইন্ডিয়ান ৬টি ভাষায় মুক্তির কথা রয়েছে। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন চলতি মাসের ১৫ তারিখ থেকে টানা দুই মাস প্রচারণায় থাকবে দরদ টিম। পাশাপাশি এই প্রথমবার শাকিবিয়ানদের নিয়ে ট্রেলার ও গান লঞ্চিং করা হবে। সেদিনই জানানো হবে সেপ্টেম্বরের কতো তারিখ মুক্তি পাবে দরদ।