Friday, November 8, 2024
Homeসারাদেশশাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, 'ব্লকড' সিলেট-সুনামগঞ্জ সড়ক

শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ‘ব্লকড’ সিলেট-সুনামগঞ্জ সড়ক

বিশেষ প্রতিনিধি,

 

কোটা প্রথার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে আবারো অবরোধ করেছেন সিলেট-সুনামগঞ্জ সড়ক।

 

সোমবার (৮ জুলাই) বিকাল চারটার দিকে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে দুর্ভোগে পড়েন এ সড়কের যাত্রীরা।

 

শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যমুলক কোটা ব্যবস্থা থাকতে পারে না। ছাত্রসমাজ কোটা বিরোধী আন্দোলনে ফেটে পড়েছেন। কোটা বাতিল করতেই হবে। না হলে রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা।

 

আন্দোলনকারী শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, আজ সারা বাংলার ছাত্রসমাজ একযোগে কোটা প্রথার বিরুদ্ধে মাঠে নেমেছে। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments