Friday, November 8, 2024
Homeআন্তর্জাতিকদেখে নিন ইউরোর সেমিফাইনাল ও ফাইনালের সূচি

দেখে নিন ইউরোর সেমিফাইনাল ও ফাইনালের সূচি

স্পোর্টস ডেস্ক,

 

কোয়ার্টার ফাইনালের প্রথম দিনের লড়াইয়ে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল স্পেন ও ফ্রান্স। দ্বিতীয় দিনে বাকি দুই দলও পাওয়া গেল। শনিবার (৬ জুলাই) দিনের প্রথম লড়াইয়ে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালেপা রাখে গত আসরের রানার্সআপ ইংল্যান্ড। আর কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে তুর্কিদের মন ভেঙেছে নেদারল্যান্ডস। তাতেই ঠিক হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপ।

 

এবারের ইউরোয় দল হিসেবে নিজেদের সামর্থের প্রামাণ রাখতে পারেনি ফ্রান্স ও ইংল্যান্ড। নামেভারে এই দুই দলই এবারের আসরের সবচেয়ে এগিয়ে। অথচ পারফরম্যান্সে বড্ড বিবর্ণ তারা। এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোল করতে না পারলেও গতকাল পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। আর শনিবার (৬ জুলাই) ইংল্যান্ড বিদায় করেছে সুইজারল্যান্ডকে। ইংল্যান্ডও ম্যাচের ফল নিজেদের পক্ষে এনেছে টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় জিতে।

 

এদিন ম্যাচের ৭৫ মিনিটে ব্রিল এমবোলোর গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। কিন্তু ৮০ মিনিটে সেই গোল শোধ করে দেন বুকায়ো সাকা। এরপর টাইব্রেকারে গড়ানো ম্যাচে ইংল্যান্ডের নেয়া পাঁচটি শটই জালে গেলেও সুইজারল্যান্ডের মানুয়েল অকঞ্জির শট ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্দান পিকফোর্ড।

 

দিনের দ্বিতীয় ম্যাচে অবশ্য নির্ধারিত সময়ের মধ্যেই ফল এসেছে। সামেত আকায়েদিনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধে ডি ভার্জের গোলে সমতায় ফেরার পর মাল্ডারের আত্মঘাতী গোলে জয় পায় নেদারল্যান্ডস।

 

সেমিফাইনাল ও ফাইনালের সূচি:

 

১ম সেমিফাইনাল: বুধবার (১০ জুলাই) – রাত ১টা (বাংলাদেশ সময়) – মিউনিখ- ফ্রান্স বনাম স্পেন

 

২য় সেমিফাইনাল: বৃহস্পতিবার (১১ জুলাই) – রাত ১টা (বাংলাদেশ সময়) – ডর্টমুন্ড – নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড

 

ফাইনাল: রোববার (১৪ জুলাই) – রাত ১টা (বাংলাদেশ সময়) – বার্লিন – ১ম সেমিফাইনাল বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী

 

আগামী বুধবার (১০ জুলাই) ও বৃহস্পতিবার (১১ জুলাই) ইউরোর দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন এবং দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটি বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

 

পরদিন বৃহস্পতিবার একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে ১৯৮৮ এর চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে প্রথম শিরোপার সন্ধানে থাকা ইংল্যান্ড। এই ম্যাচটি বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে অনুষ্ঠিত হবে।

 

এবারের আসরের ফাইনাল মাঠে গড়াবে ১৫ জুলাই। বাংলাদেশ সময় রাত ১টায় বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটা অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments