Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটে ছাগল নিয়ে সং ঘ র্ষে নিহত:১

গোয়াইনঘাটে ছাগল নিয়ে সং ঘ র্ষে নিহত:১

 

মতিউর রহমান (দুলাল), গোয়াইনঘাট সিলেট::

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল মন্নান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলা গ্রামের কুদরত উল্লাহ’র ছেলে।

পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ স্হানীয় সূত্রে জানা যায়,, একটি ছাগলকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমের মাঝে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ঘণ্টাখানেক পর সাহেদ ও আব্দুল আলিমের আত্মীয়-স্বজনেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় খলাগ্রামের শাহেদের পক্ষের আব্দুল মন্নানসহ ৭/৮জন এবং আব্দুল আলিমের পক্ষের ২ জন গুরুতর আহত হন।

স্থানীয় মুরুব্বিরা এসে সংঘর্ষ থামিয়ে আহতদের উদ্ধার করে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম সত্যতা নিশ্চিত করে বলেন- সংঘর্ষে নিহত যুবকের লাশের ময়না তদন্ত হবে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments