দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি,
দ্বিতীয় দফা বন্যার নাকানিচুবানি শেষে পানি কমতে না কমতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফের বন্যায় কাবু হয়ে পড়ে গ্রামের মানুষ। গত ২৬ জুন থেকে টানা বর্ষণ আর ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টিপাতে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে তৃতীয় দফা বন্যা। সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি ও খাসিয়ামারাসহ সকল নদনদীর উপচে পড়া ঢলে কানায় কানায় ভরে গেছে বানের পানি। নিম্ন অঞ্চলের মাঠঘাট ভাসছে এখন বানের পানিতে।
এমতাবস্থায় দোয়ারাবাজার উপজেলার বন্যাদুর্গত পাশে দাঁড়িয়েছে উপজেলা আনসার ভিডিপি। বুধবার (৩ জুলাই) সকালে উপজেলা সদরের ডাকবাংলা মাঠে দেড় শতাধিক বন্যাদুর্গতদের মাঝে খাবার স্যালাইন, দিয়াশলাই, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ চিড়া মুড়ি গুড় বিতরণ করা হয়।
এ-সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ মাসুদা সুলতানা বলেন, দোয়ারাবাজার উপজেলায় তৃতীয় দফা বন্যায় সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা কমান্ড্যান্ট জনাব কামরুজ্জামান মহোদয়ের নির্দেশনায় আমরা বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছি। নিজেদের ব্যবস্থাপনায় তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছি।
বন্যর্তদের মাঝে শুকনো খাবার বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক অজিত চন্দ্র দাস, ইউনিয়ন আনসার কমান্ডার মনসুর আলী, পিসি মো. বিল্লাল হোসেনসহ দলনেতা, দলনেত্রী ও আনসার কামান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।