Friday, November 22, 2024
Homeসারাদেশবকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বিশেষ প্রতিনিধি,

 

তিন মাসের ওভার টাইম এবং বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন থার্মেক্স গ্রুপের আদুরী গার্মেন্টসের শ্রমিকরা। রোববার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে মহাসড়কের শিবপুর উপজেলার কারারদী (বড়ইতলায়) কারখানার সামনে অবরোধ করেন তারা। এ সময় সড়কের ওপর কাঠের আসবাবপত্র দিয়ে অগ্নিসংযোগও করা হয়।

 

 

শ্রমিকরা দাবি করেন, গত তিন মাস ধরেই ওভার টাইমের বকেয়া পরিশোধ করছে না কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই, দিচ্ছি করে আর তা পরিশোধ করেননি। বরং দাবি উঠলেই নানা ওযুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হতো। এসবের প্রতিবাদেই ফুঁসে ওঠেন শ্রমিকরা।

 

এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

 

 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। আমরা দু-পক্ষের সঙ্গেই আলোচনা করেছি। দাবি পূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments