ঝলক দত্ত,(শ্রীমঙ্গল প্রতিনিধি):::
শ্রীমঙ্গল জগদ্বন্ধু আশ্রম পরিদর্শন করেছেন ভারতীয় উপ হাইকমিশন সিলেট এর ভিসা কর্মকর্তা অসিত দত্ত ও স্বস্ত্রীক।
শনিবার (২৯ জুন) দুপুর ১টায় শ্রীমঙ্গল উত্তর উত্তসুরে শ্রীশ্রী জগদ্বন্ধু সুন্দরের মন্দিরে ভারতীয় উপ হাইকমিশন সিলেট এর ভিসা কর্মকর্তা অসিত দত্ত ও স্বস্ত্রীক শ্রীমঙ্গল জগদ্বন্ধু আশ্রম ও মিশন আসেন। মন্দিরে ৩টা পর্যন্ত তিনি অবস্থান করেন এবং আঙিনা ঘুরে ঘুরে দেখেন। আলোচনা সভা শেষে দুপুরে প্রসাদ গ্রহণ করেন।
এর আগে উনাকে স্বাগত জানান জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারী।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, আশিদ্রোন আনন্দময়ী সংস্কৃত কলেজের অধ্যক্ষ বেনুধর ভট্টাচার্য, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার শাখার সহ- সভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, শিক্ষক জহর তরপদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটনসহ সনাতনী ভক্তরা।