Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগসিলেটসাঈদীর মৃত্যুর পোস্ট করায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক কে অব্যাহতি

সাঈদীর মৃত্যুর পোস্ট করায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক কে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক:::

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে  (ফেসবুক) পোস্ট করায় গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ তারেককে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে সিলেট জেলা ছাত্রলীগ।

১৯শে আগস্ট,২০২৩ইং(শনিবার) রাত ১১টায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ তারেক সহ ৭জনকে অব্যাহতি দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে রাশেদ আহমদ তারেক জানান,যদিও আমি ছাত্রলীগের একজন পদে থাকা সক্রিয় কর্মী ছিলাম।দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি।গত ১৪ই আগস্ট জামায়াতে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী  মারা যান।আমি  মৃত্যুর সংবাদ শুনে কোনকিছু চিন্তা না করে আবেগ বসত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করি।পরে আমার সিনিয়র নেতৃবৃন্দ আমাকে পোস্টটি করার জন্য দূষরুপ করেন।তাৎক্ষণিক আমি ১ ঘন্টার ভিতরে পোস্টটি আমার নিজ আইডি থেকে ডিলিট দিয়ে দেই।এরপরেও আজ ৫ দিন পরে আমাকে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে যাবো আজীবন। আমি সবসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অনুসরণ করে মানুষের জন্য কাজ করে যাবো।রাজনীতি করবো পদ পদবীর প্রয়োজন নাই পদ ছাড়াই সবসময় দলের স্বার্থে রাজপথে সক্রিয় থাকবো। ইতিমধ্যে বিগত কয়েকবছরে আমার এলাকার জন্য নিজ উদ্যোগে অনেক উন্নয়ন করছি যা আমার এলাকাবাসীর জানা আছে।যতদিন বাঁচবো ঠিক এভাবেই নিজ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে মানুষের জন্য সারাজীবন কাজ করে যাবো ইনশাআল্লাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments