Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জহবিগঞ্জের ব্রিজ যেন মরণফাঁদ

হবিগঞ্জের ব্রিজ যেন মরণফাঁদ

বিশেষ প্রতিনিধি,

 

মাটি ধসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হবিগঞ্জের লাখাই ব্রিজের একাংশ

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার থেকে গুনিপুর সড়ক। এই সড়কের দুটি ব্রিজের গোড়া থেকে মাটি সরে গেছে। ফলে ধসে পড়েছে মাটি। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল-মাদরাসা পড়ুয়া ছাত্র-ছাত্রী, পথচারী ও যানবাহন। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সিংহগ্রাম, গুনিপুর, আগাপুর ও হরিনাকুনা গ্রামের হাজারো মানুষকে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার না করা হলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

 

জানা যায়, লাখাই উপজেলার বুল্লা বাজার থেকে গুনিপুর সড়কের সিংহগ্রাম কারীমিয়া মাদরাসা ও সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খালের ওপর নির্মিত ব্রিজটির পূর্ব পাশের দুই দিকের মাটি ধসে পড়েছে। ব্রিজের গোড়ার মাটি ধসে পড়ায় সড়কটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। এরই মধ্যে গত ৭ জুন সড়কটিতে একটি বরযাত্রী বাহী গাড়ি ব্রিজের গর্তে পড়ে অল্পের জন্য উল্টে যাওয়া থেকে রক্ষা পায়। পরে স্থানীয়দের সহায়তায় বরযাত্রী বাহী গাড়িটি উদ্ধার করা হয়। এছাড়াও ব্রিজ দুইটির গোড়ায় মাটি না থাকায় চলতে পারছে না ছোট ছোট যানবাহনও। যে কারণে সড়কটি দিয়ে চলাচলকারীরা পড়েছেন চরম দুর্ভোগে।

 

স্থানীয় বাসিন্দা আকিব শাহরিয়ার জানান, বুল্লা বাজার থেকে গুনিপুর সড়কের দুটি ব্রিজের গোড়া থেকে মাটি সরে গেছে। ভেঙে পড়ছে রাস্তার অবশিষ্ট অংশ টুকুও। যে কারণে যান চলাচল চরম বিঘ্নিত হচ্ছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের।

 

তিনি আরো বলেন, আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি। ব্রিজ দুটির গোড়া দ্রুত সংস্কার করা প্রয়োজন।

 

রাজিন আহমেদ জানান, বুল্লা বাজার-গুনিপুর সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে শতাধিক ছোট বড় যানবাহন। ব্রিজ দুটির গোড়া ক্ষতিগ্রস্ত হওয়ায় পথচারীসহ শিক্ষার্থীরা পড়ছেন বিড়ম্বনায়। এটি দ্রুত সংস্কার করার দাবি জানান তিনি।

 

আরেক বাসিন্দা আব্দুল মতিন জানান, ব্রিজের গোড়া দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা জানান, বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

উপজেলা প্রকৌশলী মাহবুব হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সড়কের ধসে পড়া অংশ দ্রুত সংস্কার করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments