Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটবিশ্বায়নের যুগে ইংরেজী শিক্ষা আবশ্যক:এ‌লিম চৌধুরী

বিশ্বায়নের যুগে ইংরেজী শিক্ষা আবশ্যক:এ‌লিম চৌধুরী

রাসেল আহমদ:::

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন, প‌রিবা‌রের সকল সন্তান সমান মেধাবী হয়না, কেউ কম মেধারী কেউ বে‌শি মেধাবী। যারা কম মেধাবী তা‌দের কা‌রিগ‌রি শিক্ষা নি‌য়ে জীবন যু‌দ্ধে নামতে হবে।

আর্ন্তজা‌তিক শ্রম বাজারে দক্ষ শ্রমিক কাজে লাগিয়ে বৈ‌দিক মুদ্রা অর্জন করা সম্ভব এ জন্যে কা‌রিগ‌রি শিক্ষা ও ইং‌রে‌জী শিক্ষা আবশ‌্যক। তিনি শনিবার (১৯ আগস্ট) বুধবারী বাজার ইউ‌নিয়‌নের জালালাবাদ সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে অনু‌ষ্ঠিত আরিফ ইকবাল স্মৃতি পরিষদের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে আ‌রিফ ইকবাল ভোকাবুলারী কম্পিটিশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তি‌নি আরো বলেন, সন্তান ই আপনার আম‌ার প্রকৃত সম্পদ, তাই তা‌দের খেয়াল রাখ‌তে হবে। আপনার ব‌্যবসায় যেমন সময় দেওয়া দরকার তেমনী সন্তা‌নদের জন‌্য ও সময় দিতে হ‌বে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ‌জেলা সহকা‌রি শিক্ষা অ‌ফিস‌ার বী‌রেন্দ্র চন্দ্র দাসের সভাপ‌তিত্ব‌ে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ ও সহকারী শিক্ষক ম‌তিউর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান না‌জিরা বেগম শিলা, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বুধবা‌রী বাজার ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান হেলাল উ‌দ্দিন, ভা‌দেশ্বর ম‌হিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ গোলাম সোবহানী, গোলাপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংস্কৃ‌তিক সম্পাদক আবু সু‌ফিয়ান আজম, বুধবারী বাজার ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোস্তাকুর রহম‌ান, সাধারন সম্পাদক আপ্তার হো‌সেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক মকসুদ আহমদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন ইউ পি সদস‌্য হেলাল উ‌দ্দিন , এনাম উ‌দ্দিন , আ‌তিকুর রহমান , কয়েছ আহমদ, জা‌হেদুর রহমান মৌলা, কা‌লিজুরী প্রভাতী সং‌ঘের সা‌বেক সভাপ‌তি হিফজুর রহমান প্রমুখ।
কম্পিটিশনে বুধবারীবাজার ইউ‌নিয়নের ১২ টি প্রাথ‌মিক বিদ‌্যালয় ও কিন্ডার গার্ডেন স্কু‌লের ৬৭ জন শিক্ষার্থী এ প‌রিক্ষায় অংশ গ্রহন ক‌রে।
এতে মোট ১৫ জন বিজয়ীর ম‌ধ্যে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিত‌রন করা হয়।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments