Sunday, November 24, 2024
Homeঅপরাধদোয়ারাবাজারে অবৈধপথে প্রতিদিন আসছে চিনি,কসমেটিক্স, নাসিরবিড়ি, মদ, গাজাসহ বিভিন্ন অবৈধ মালামাল

দোয়ারাবাজারে অবৈধপথে প্রতিদিন আসছে চিনি,কসমেটিক্স, নাসিরবিড়ি, মদ, গাজাসহ বিভিন্ন অবৈধ মালামাল

 

 

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক দিয়ে প্রতিদিন আসছে অবৈধ পথে চিনি,কসমেটিক্স, নাসিরবিড়ি, মদ, গাজাসহ বিভিন্ন অবৈধ মালামাল। বাংলাদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধপথে জাতীয় মাছ ইলিশ, শিং মাছ, সুপারি,চিনি,কুচিয়া মাছ, রসুন সহ আরো অনেক ধরনের পণ্য।

 

চোরাকারবারিদের মাধ্যমে প্রতিনিয়ত অবাধে আসা-যাওয়া করছে এ সকল অবৈধ মালামাল।

বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা যায়, বাংলাবাজার বিজিবি ক্যাম্প (৪৮) ব্যাটালিয়ন সিলেট রেঞ্জ চোরাকারবারীরা বিজিবি সোর্স মোঃ মজিদ মিয়ার মাধ্যমে রাতের আঁধারে পাচার করা হয় এসব পন্য।

 

সংশ্লিষ্ট ৪নং ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, এব্যাপারে আমাদের চেয়ারম্যান যে বক্তব্য পেশ করবেন আমরা একমত পোষণ করছি।

 

জানতে চাইলে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ হোসাইন বলেন, ইদানিং অবৈধপথে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাকারবারীরা প্রতিনিয়তই অবাধে রাতের আঁধারে রমরমা ব্যাবসা বাড়তে চলছে। এতে সমাজ ও রাষ্ট্রের শুল্ক ফাঁকি দিয়ে একটি অবৈধ মহল সিন্ডিকেট করে হাতিয়ে নিচ্ছে লক্ষ্য লক্ষ্য টাকা।

এই অবৈধপথের ব্যাবসা বন্ধ না হলে সুশীল সমাজ ধ্বংসের পথে ঢলে পড়বে বলে মনে করছেন,ইউপি চেয়ারম্যান শেখ হোসাইন। তিনি আরও বলেন, অত্র ইউনিয়নের সচেতন মহলের নিকট ও প্রশাসনের প্রতি অবৈধ পথের ব্যবসা বন্ধের জোর দাবী জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments