Saturday, November 23, 2024
Homeসারাদেশসিলেটে রেল যোগাযোগ স্বাভাবিক, শিডিউল বিপর্যয়

সিলেটে রেল যোগাযোগ স্বাভাবিক, শিডিউল বিপর্যয়

বিশেষ প্রতিনিধি,

 

 

পাহাড়িকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুতের ৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

 

সিলেট রেল স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানান, লাইন ঠিক হওয়ার পর ভোর ৩টা ২০ মিনিটে সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক হয়। শিডিউল বিপর্যয়ের কারণে রাত ১০টার উপবন এক্সপ্রেস ছেড়েছে সকাল ৭টায়। ভোর ৬টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল ৯টা পর্যন্ত ছাড়েনি কালনী এক্সপ্রেস।

 

 

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলেটে চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের মধ্যে কটালপুরে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রীও আহত হন।

 

জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে পাহাড়িকা ট্রেন সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। কটালপুরে আসার পর হঠাৎ হার্ড ব্রেক কষলে তিনটি বগি ইঞ্জিন থেকে ছিটকে পড়ে। এরপর থেকেই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

 

 

একজন নারী যাত্রী বলেন, ‘এত হার্ড ব্রেক হয়েছে যে, ভয়ে প্রাণ যেন বেরিয়ে আসছিল।’ পরে অনেকেই কাটালপুর থেকে বিভিন্ন যানবাহনে করে ঘটনাস্থল ত্যাগ করেছেন।

 

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, উদ্ধারকারী ট্রেন চাওয়া হয়েছে। সেটি আসলেই উদ্ধার কাজ শুরু হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments