জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কমলগঞ্জে লোক-সংস্কৃতি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বুধবার ২৬ জুন সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমি মিলনায়তনে একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ এর প্রাণবন্ত উপস্থাপনায় কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে লোক- সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খাসি সম্প্রদায়ের নৃত্য, গারোদের নৃত্য, ত্রিপুরীদের নৃত্য সাঁওতালদের নৃত্য , ধামাইল গান, মণিপুরীদের মৃদঙ্গনৃত্য পরিবেশন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী রানু সরকার, সংগীত শিল্পী স্বপন দেবনাথ।
বিভিন্ন জাতিগোষ্ঠীর হারিয়ে যাওয়া লোক – সংস্কৃতি এ উৎসবের মাধ্যমে তুলে ধরা হয়।
পরে নাট্যকার শুভাশিস সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যাম কান্ত সিংহ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সংগীত প্রশিক্ষক সুতেপা সিনহাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন জাতিগোষ্ঠীসহ নানান শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।