Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস...

শ্রীমঙ্গলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ

ঝলক দত্ত, (শ্রীমঙ্গল প্রতিনিধি):::

শ্রীমঙ্গলে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল) বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) এর পক্ষ থেকে ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামানের সঞ্চালনায় ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুধু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম,উপজেলা মৎসজীবী লীগের সভাপতি এম আশিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহসিন আহমেদ, ইউপি সদস্য মো: মো: নুরুল আমিন, মো: দুদু মিয়া, মো: মানিক মিয়া, মো: লিমন মিয়া,মো: শাহাজান মিয়া,পিয়াস দাশ, মারুফ আহমেদ,মো: শফিকুল ইসলাম লিটন, মহিলা সদস্য
মালেকা বেগম, ফিরোজা বেগম , রিনা বেগমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এসময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকবে ততদিন আপনাদেরকে ভালো রাখবেন, প্রধানমন্ত্রী বাংলা দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments