শাহ সুমন, বানিয়াচংঃ-
হবিগঞ্জের বানিয়াচংয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘প্লান্টিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে রবিবার (২৩ জুন) বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিকাল চারটায় ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আমীর হোসেন মাস্টার, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও (বানিয়াচং ও আজমিরী গঞ্জের) সংসদ সদস্য এডভোকেট মোঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ লুৎফুর রহমান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি,কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়, চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, শাহ নেওয়াজ ফুল মিয়া,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন খান, শ্রমিকলীগের সভাপতি মাহমুদ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কৃষ্ণ দেব, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল রহমান মামুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ আহমেদ (তুষার)সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, এমপি বলেন,১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
কেন্দ্রীয় ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামীলীগ করা হয়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।