Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেট নগরকে বন্যামুক্ত করতে একত্রে কাজ করার অঙ্গীকার সাবেক-বর্তমান মেয়রের

সিলেট নগরকে বন্যামুক্ত করতে একত্রে কাজ করার অঙ্গীকার সাবেক-বর্তমান মেয়রের

বিশেষ প্রতিনিধি,

 

সিলেট নগরকে বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষায় এবার একাট্টা হয়েছেন সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তারা নগরের একটি ছড়া পরিদর্শন শেষে সিলেট নগরকে বাঁচাতে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের কথা জানান।

 

শনিবার (২২ জুন) বেলা তিনটায় নগরের স্টেডিয়াম মার্কেট সংলগ্ন একটি ছড়া একসঙ্গে পরিদর্শনে যান তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন সিসিকের প্যানেল মেয়র মো. মখলিছুর রহমান কামরান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা।

 

 

পরে সাবেক ও বর্তমান মেয়র গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নগরের ভেতর ২৩টি ছড়া আছে। ১৯৫৬ সালের ম্যাপ ধরে আমরা সেগুলো নিয়ে কাজ করব। নগরের সবকটি ছড়া উদ্ধার ও খনন করে সুরমা নদীর সঙ্গে সংযুক্ত করব এবং সুরমা নদী খনন করা হবে।

 

 

শুধু সিটি করপোরেশন এলাকা খনন করলে হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘উৎপত্তি স্থল থেকে খনন কাজ করতে হবে।’

 

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তিনি আন্তরিকতার সঙ্গে আমাকে সহযোগিতা করছেন। তার ১০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কাজ করব এবং তিনি কোথায় কোথায় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, সেগুলোও আমাকে অবহিত করছেন।’

 

মেয়র আনোয়ারুজ্জামান আরো বলেন, ‘নগর বাঁচাও, সিলেট বাঁচাও এই স্লোগানকে সামনে নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এ নগরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।

 

সিলেটের স্বার্থে আমরা দলমত নির্বিশেষে সবাই একমত।’

তিনি বলেন, ‘সিলেট নগরের মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমরা জনগণের প্রতিনিধি। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কিছু সংখ্যক মানুষের স্বার্থে সিলেট শহর ডুবে যাবে, নগরবাসীর বৃহৎ অংশকে ভোগান্তি পোহাতে হবে সেটা আমরা মেনে নেব না।

 

যারা ছড়া দখল করে বসে আছেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আপনারা নিজ নিজ দায়িত্বে ছড়া ছেড়ে দিন। নাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ছড়া উদ্ধার করব।’

 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কাউকেই ছাড় দেওয়া হবে না। সিলেট নগর রক্ষায়, প্রবাসীদের জানমাল রক্ষায় এবং সিলেটে বিনিয়োগ রক্ষায় আমরা বদ্ধ পরিকর। কোনো দখলবাজ বা সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।’

 

এ সময় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির নগর। বহু বছর ধরে আমরা দেখছি নগরের মানুষ পানিবন্দি হয়ে যান এবং মালামাল নষ্ট হয়ে যায়। এটি আর দেখতে চাই না।’

 

জলাবদ্ধতার জন্য সিসিক এককভাবে দায়ী নয় মন্তব্য করে সাবেক এ মেয়র বলেন, ‘এর দায়ভার একা সিটি করপোরেশনের নয়। যে সকল ছড়া, খাল সরকারি প্রতিষ্ঠানসহ কিছু ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের দখলে রয়েছে, তারা যদি নগরবাসীর কথা বিবেচনা করে এগুলো ছেড়ে দেন, তাহলে তাদের স্বাগত জানাব। অন্যথায় বর্তমান মেয়র তাদের বিরুদ্ধে আইনতব্যবস্থা গ্রহণ করবেন। ছড়াগুলো উদ্ধার করা গেলে সিলেটবাসী বন্যার কবল থেকে অনেকটা রক্ষা পাবেন।’

 

তিনি বর্তমান মেয়রের নেতৃত্বগুণের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের অন্যান্য সিটি করপোরেশনের সঙ্গে তুলনা করেন তাহলে সিলেট অনেক পিছিয়ে। এর মূল কারণ হচ্ছে আমাদের নেতৃত্বের অভাব। আমার বিশ্বাস বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর মধ্যে এই নেতৃত্ব গুণ আছে। তিনি দায়িত্ব নিয়ে সিলেটের উন্নয়ন করতে পারবেন।’

 

তিনি আরো বলেন, ‘সিলেট সিটির মাস্টার প্ল্যান অনুয়ায়ী কাজ করলে মূল উৎপত্তি স্থল থেকে নগরের ছড়া সরকারিভাবে খননসহ শহর রক্ষা বেড়িবাঁধ করা যায় তাহলে এর লাঘব হবে।’

 

কালক্ষেপণ না করে একটা একটা করে সমস্যার সমাধান করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এগুলো পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীর তিনি অত্যন্ত স্নেহভাজন ও কাছের মানুষ। আমরা আশা করি, আগামী ৪ বছরের মধ্যে সিলেটে অনেক বেশি উন্নয়ন হবে। নগরের স্বার্থে শুধু আমি কেন, অন্যান্য যারা আরো দায়িত্ববান, রাজনীতিবিদরাও আছেন-সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments