Friday, November 8, 2024
Homeপর্যটনখুলল টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র

খুলল টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র

স্টাফ রিপোর্টার,

 

টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। রোববার (২৩ জুন) পর্যটন কেন্দ্রেগুলো খুলে দেওয়া দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন।

 

 

এর আগে, বন্যার কারণে গত ১৮ জুন টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

 

 

জানা যায়, গত ১৬ জুন থেকে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বাড়তে শুরু করে। ১৭ জুন ওই সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় এবং সুনামগঞ্জের সাত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র ঘোষণা করা হয়।

 

 

তবে শুক্রবার (২১ জুন) ও শনিবার (২২ জুন) বন্যা পরিস্থিতি উন্নতি হয়। এ জন্য রোববার জেলার সব পর্যটন কেন্দ্র খুলে দেয় স্থানীয় প্রশাসন।

 

 

সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলার সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments