Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটবিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসেবে যে বিশাল অর্জন সাকিবের

বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসেবে যে বিশাল অর্জন সাকিবের

 

ক্রীড়া প্রতিবেদক,

 

আসরের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে এসেছিলেন সাকিব আল হাসান। এরপরও তার সামনে ছিল বিশেষ এক মাইলফলক গড়ার হাতছানি। টি-২০ বিশ্বকাপে ৫০ উইকেট পূর্ণ করতে সাকিবের দরকার ছিল তিন উইকেট।

 

নেপালের বিপক্ষে ম্যাচে দুই উইকেট পেয়েছিলেন সাকিব। তখন থেকেই ছিল অপেক্ষা। অবশেষে বাকি এক উইকেট পূর্ণ করলেন আজ। অ্যান্টিগায় ভারতের বিপক্ষে ম্যাচে রোহিত শর্মাকে ফিরিয়ে টি-২০ বিশ্বকাপে নিজের ৫০ উইকেট পূর্ণ করেন তিনি।

 

 

টি-২০ বিশ্বকাপে নিজের ৪২তম ম্যাচে এসে মাইলফলক পূর্ণ করলেন সাকিব। এদিন দ্বিতীয় ওভার করতে এসে প্রথম ৩ বলে সাকিব দিয়েছিলেন ১০ রান। তবে চতুর্থ বলে উইকেটের দেখা পান টাইগার অলরাউন্ডার।

 

 

এখন পর্যন্ত আইসিসির বিশ্বকাপ ইভেন্টে এটি সাকিবের ৯৩তম উইকেট। তার ওপরে এই তালিকায় আছেন শ্রীলংকার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। অজি তারকার উইকেট ৯৫টি। মালিঙ্গার উইকেট সংখ্যা ৯৪।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments