Saturday, November 9, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে নদ-নদীর পানি কমছে, ঘরে ফিরছে মানুষ

দোয়ারাবাজারে নদ-নদীর পানি কমছে, ঘরে ফিরছে মানুষ

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা, খাসিয়ামারা ,চিলাই নদীর পানি কমতে শুরু করেছে। এখন দুটি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুর্গত এলাকার উঁচু স্থানের পানি দ্রুত নেমে যাচ্ছে। আর পানি নামতে থাকায় অনেকেই ঘরে ফিরতে শুরু করেছেন।

এদিকে প্রতিটি ঘরে খাবার সংকট রয়েছে। সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে স্থানীয়রা জানান। এছাড়া সুনামগঞ্জের সব কটি পাকা সড়কের পানি সরে যাওয়াতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। তবে কোনও কোনও স্থানে এখনও পানি আছে।

শনিবার (২২ জুন) দোয়ারাবাজার উপজেলার বাজিতপুরের মৌলানা মোঃ কামাল উদ্দিন মোহতামিম সাহেবের সঙ্গে কথা হয়। তিনি বলেন, পানিতে দুই বার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমবার ক্ষতির পরিমাণ কম হলেও দ্বিতীয়বার সব শেষ হয়ে গেছে গ্রামের অনেকের ই এখন ঘরে থাকাই বিপদজনক হয়ে গেছে মানুষের আর আমাদের গ্রামের মতো অনেকেরই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্মশানঘাট এলাকার বাসিন্দারা উৎস হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক বিশ্বনাথ রায় জানান, নদীর পানি শুক্রবার (২১ জুন) থেকে দ্রুত নামতে শুরু করেছে। এতে এ এলাকার মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছেন। যদিও প্লাবনের পানিতে তাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে।

এদিকে হাওড় পাড়ের ইউনিয়নের জলাবদ্ধতা কাটছে না। শ্রীপুর পলিরচর আফছন নগর ডালার পার হাওড় পাড়ের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহার নিগার তনু বলেন, ‘পানি কমতে শুরু করলেও দুর্গত মানুষদের ত্রাণ সহায়তা পেতে কোন সমস্যা হবে না। পর্যাপ্ত খাদ্য সহায়তা রয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments