Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে জ্ঞানমুদ্রা বেদ ও গীতা পরিবার এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে জ্ঞানমুদ্রা বেদ ও গীতা পরিবার এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠিত

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি::

শ্রীমঙ্গল সবুজবাগ আবাসিক এলাকায় জ্ঞানমুদ্রা বেদ ও গীতা পরিবার ( বেদ ও গীতাচর্চা শিক্ষাকেন্দ্র) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ২১ জুন) বিকেল ৪টায় সবুজবাগ আবাসিক এলাকার হারাধন দেবনাথ এর বাসভবনে জ্ঞানমুদ্রা বেদ ও গীতা পরিবার এর প্রতিষ্ঠাতা উত্তম রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। এসময অতিথিদের উত্তরীও পরিয়ে দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি অলক পাল,
সমাজ সেবক এম আশিকুর রহমান, জ্ঞানমুদ্রা বেদ ও গীতা পরিবারের সভাপতি প্রানেশ দেবনাথ, সাধারণ সম্পাদক অনিক দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মলয়সহ সনাতনী ভক্তবৃন্দ। সংবর্ধনা সভায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুনকে সংবর্ধিত করা হয়। এছাড়া ২০২৪ সালে এস এস সি পরীক্ষায় উর্ত্তীণ ৫ জন ছাত্র-ছাত্রীকে ক্রেষ্ট প্রদান করা হয়।

এর আগে পবিত্র বেদমন্ত্র পাঠ ও অগ্নিহোত্র যজ্ঞ, ছাত্র-ছাত্রীদের মধ্যে গীতা শ্লোক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করেন
দি বাডস্‌ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক জয়ন্ত কুমার ভট্টাচার্য।

জ্ঞানমুদ্রা বেদ ও গীতা পরিবার এর প্রতিষ্ঠাতা উত্তম রায় বলেন, গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী,এতে মানব জীবনে চলার পথে সকল প্রকার জ্ঞান বর্ণিত আছে,গীতা জ্ঞান হইলে ব্রহ্মতত্ত্ব জানা যায়, আর ব্রহ্মতত্ত্ব জানিলে স্বভাবতই ভক্তির উদয় হয়। সকল সনাতনীদের মধ্যে সেই মধুময় গীতার শিক্ষা ছড়িয়ে দিতে খোলা হয়েছে আমাদের বেদ ও গীতাচর্চা শিক্ষা কেন্দ্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments