নিজস্ব প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকার জন্য বিচার দেয়ায় ইছকন্দর আলী নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউপির খারাই গ্রামের মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ইছকন্দর আলী (৬০) উপজেলার জাউয়াবাজার ইউপির খারাই গ্রামের মৃত ইউনুছ উল্লাহর ছেলে।
জানা যায় ,শুক্রবার মসজিদে জুমা’আর নামাজ শেষ করে পাওনা টাকার জন্য গ্রামবাসী মুরব্বীদের কাছে বিচার দেন বৃদ্ধ ইছকন্দর আলী।
এসময় তার বিচার গ্রহণ করে পরে তাকে তারিখ জানিয়ে দেবেন বলে গ্রামবাসী নিশ্চিত করেন। পরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামে আরজ আলীর পুত্র রেজাউলের নেতৃত্বে বৃদ্ধ ইছকন্দর আলীর ওপর হামলা চালানো হয়।
এতে তিনি আহত হলে গ্রামবাসী তাকে উদ্ধার প্রথমে স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাৎক্ষণিক দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ মল্লিক বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।