Friday, November 8, 2024
Homeআন্তর্জাতিকমেসি তো থাকছেনই, দি মারিয়া থাকবেন? আর্জেন্টিনার একাদশ যেমন হতে পারে

মেসি তো থাকছেনই, দি মারিয়া থাকবেন? আর্জেন্টিনার একাদশ যেমন হতে পারে

 

স্পোর্টস ডেস্ক,

 

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নও। ফিফা র‍্যাঙ্কিংয়েরও শীর্ষে অবস্থান ধরে রেখেছে আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে। গত বছর তিনেকে অসাধারণ সময় পার করতে থাকা আর্জেন্টিনা আগামীকাল থেকে শুরু করছে আরেক শিরোপা জয়ের মিশন। কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৪ কোপা আমেরিকা শুরু করতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।

 

যুক্তরাষ্ট্রের মাটিতে এবারের কোপা আমেরিকা, সেখানেই দুই বছর পর হতে যাচ্ছে বিশ্বকাপ। আর্জেন্টিনার জন্য নিজেদের আরেকবার পরখ করে নেওয়ার সুযোগ। নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগও। মেসির আর্জেন্টিনার জার্সিতে এটিই শেষ টুর্নামেন্ট হয়ে থাকতে পারে বলে ধারণা অনেকের, আনহেল দি মারিয়া তো জানিয়েই দিয়েছেন – এটিই শেষ।

 

মেসি-দি মারিয়াদের আরেকটি শিরোপা উপহার দেওয়ার পাশাপাশি দলের তরুণদের আরেকটি বিশ্বকাপের জন্য প্রস্তুত করা – দ্বিমুখী চ্যালেঞ্জ নিয়ে কাল কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।

 

তা প্রথম ম্যাচের একাদশ কেমন হতে পারে আর্জেন্টিনার?

 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম তে ই সে স্পোর্ত জানাচ্ছে, এখনো একাদশ চূড়ান্ত করেননি আর্জেন্টিনা কোচ স্কালোনি। লওতারো মার্তিনেস না হুলিয়ান আলভারেস – স্ট্রাইকার হিসেবে কে খেলছেন সেটি নিয়ে সংশয় আছে। আনহেল দি মারিয়াকেই লেফট উইংয়ে খেলাবেন কি না, তা নিয়েও ভাবছেন স্কালোনি। তবে দুই জায়গায় আলভারেস ও দি মারিয়াকেই দেখা যেতে পারে।

 

মাঝমাঠে রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের জায়গা পাকা বলে জানাচ্ছে তে ই সে স্পোর্ত। রক্ষণে একটা চমক থাকতে পারে – আর্জেন্টিনার সেন্টারব্যাকে নিয়মিত নিকোলাস ওতামেন্দির বদলে লিসান্দ্রো মার্তিনেসকেই রাখতে যাচ্ছেন স্কালোনি। লেফটব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো ও মার্কোস আকুনিয়ার মধ্যে কাকে খেলাবেন, তা নিয়েও সংশয় আছে বলে জানা গেছে, তবে এখানে আকুনিয়াই দৌড়ে এগিয়ে আছেন।

 

 

 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ,

 

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস

 

রক্ষণ: নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া।

 

মাঝমাঠ: রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার।

 

আক্রমণ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস ও আনহেল দি মারিয়া।

 

ম্যাচ দেখবেন যেখানে: বাংলাদেশে টি-স্পোর্টস দেখাবে কোপা আমেরিকার ম্যাচগুলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments