স্পোর্টস ডেস্ক,
চলছি টি-২০ বিশ্বকাপের নবম আসর। যেখানে শুরু হয়ে গেছে সুপার এইটের লড়াই। এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে মুস্তাফিজকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
চলমান বিশ্বকাপে উইকেট শিকারের পাশাপাশি রান খরচের বেলাতেও ভীষণ কিপটামো দেখাচ্ছেন মুস্তাফিজ। ডেথ ওভারে স্লোয়ার ও কাটারে রীতিমতো দুর্বোধ্য হয়ে উঠেছেন কাটার মাস্টার।
এখন পর্যন্ত ৪ ইনিংসে ১৬ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৫৪। সাড়ে তিনেরও কম ইকোনোমিতে ৭ উইকেট শিকার করেছেন ফিজ। অজিদের বিপক্ষে ফিজের কাটার কাজে আসবে না বলে বিশ্বাস ডেভিড ওয়ার্নারের।
ক্রিকেট ডট কম ডট এইউ’তে ওয়ার্নার বলেন, ‘তারা (বাংলাদেশ) যে লেংথে বল করছে সেই লেন্থে এখানে বল করলে খেলতে অসুবিধা হবে না। তবে বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে আমরা অনেকবারই খেলেছি। তাদের গেম প্ল্যান আমরা বুঝতে পারি। তাদের ভালো বোলিং অ্যাটাক আছে, যাকে নেতৃত্ব দেয় মুস্তাফিজ।’
সহজেই বাংলাদেশ বাধা উৎরাতে পারবে অজিরা বলে বিশ্বাস এই ওপেনারের, ‘সে (মুস্তাফিজ) যেভাবে বল করে তা হয়ত এই উইকেটে খুব একটা টার্ন করবে না, যতটা সে অতীতে পেয়েছে। আমরা জানি সামনে কী আসতে চলেছে। নামিবিয়ার বিপক্ষে উইকেট যেমনটা মনে হয়েছে, এবার এর ঠিকঠাক ব্যবহার করলেই চলবে।’
বিশ্বকাপের কোনো ফরম্যাটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নেই বাংলাদেশের। আগামীকাল শুক্রবার ভোর সাড়ে ৬ট্যয় ইতিহাস পাল্টানোর আশায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।