Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটবন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল হালিমের

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল হালিমের

বিশেষ প্রতিনিধি,

 

সিলেটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে আব্দুল হালিম নামে একজনের মৃত্যু হয়েছে।বুধবার (১৯ জুন) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এর আগে, সকালে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মুহিদপুর এলাকায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিহত আব্দুল হালিম পেশায় পিকআপচালক এবং বারহাল ইউনিয়নের মুহিদপুর গ্রামের মৃত রনি মিয়ার ছেলে।

 

 

স্থানীয়রা জানান, সকালে আব্দুল হালিম বন্যার পানিতে মাছ ধরার জন্য পাতানো জাল তুলতে যান। এরপর পানিতে পড়ে নিখোঁজ হন। পরে দুপুর ২টার দিকে তার মরদেহ ভেসে ওঠে।

 

 

জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহরম আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments