Saturday, November 9, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জঅতি বৃষ্টির জন্য নদীর পানি বৃদ্ধির কারণে আজমিরীগঞ্জের নিম্নাঞ্চল গুলি প্লাবিত হওয়ার...

অতি বৃষ্টির জন্য নদীর পানি বৃদ্ধির কারণে আজমিরীগঞ্জের নিম্নাঞ্চল গুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা

 

 

 

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ

 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কালনী কুশিয়ারা নদীর পানি বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে ইতিমধ্যে বদলপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ভাঙন দেখা দিয়ছে। এবং অতি বৃষ্টির জন্য নদীর পানি বৃদ্ধির কারণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়ি ঘর তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিন ধরে উজানের ঢল ও ভারি বর্ষন অব্যাহত থাকায় এবং কালনী-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়, বাড়ি ঘর তলিয়ে যাওয়ার আশংকায় দিন কাটাচ্ছেন নদীর তীরবর্ত্তী লোকজন। দেখা যায় স্থানীয়রা ভাঙন রোধে বাঁশের আড়া দিয়ে মাটি ভর্তি বস্তা ফেলে ভাঙন রোধে কাজ করছে ।

খোজ নিয়ে আরও জানা যায় আশ্রয়ন প্রকল্পসহ ১৫/২০ টি গ্রাম অতি ঝুঁকিতে রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় পাহাড়পুর টু মার্কুলী যাওয়ার রাস্তার উপর দিয়ে পানি নামছে এতে আশ্রয়ন প্রকল্পের ১৮টি পাকা ঘর সহ গ্রাম তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

এ বিষয়ে ২ নং বদলপুর ইউনিয়নের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন টি বন্ধ পাওয়া যায়। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায় কালনী-কুশিয়ারা নদীর পানি বিপদ সিমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments