Sunday, November 24, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগসিলেটে বন্যা পরিস্থিতির খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী

সিলেটে বন্যা পরিস্থিতির খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী

 

জেলা প্রতিনিধি,

 

সিলেট নগরীর বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ভৌগোলিক কারণে বার বার বন্যার কবলে পড়ে সিলেট অঞ্চল। সিলেটের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ও প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছেন।

 

 

বুধবার (১৯ জুন) বিকেলে সিলেট নগরের মিরাবাজারস্থ কিশোরী মোহন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেটবাসীর জন্য ১০ লক্ষ টাকা নগদ সহায়তা ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০০ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার সহায়তা প্রদান করা হবে।

 

 

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইঞ্জিন চালিত নৌকা তৈরি করা হচ্ছে। সেগুলো তৈরি করা হলে সিলেটে পাঠানো হবে।

 

 

এসময় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার খবর রাখছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করছে সিটি করপোরেশন। পানি না কমা পর্যন্ত আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

 

এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments