Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করেছ সরকার:মন্ত্রী ইমরান

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করেছ সরকার:মন্ত্রী ইমরান

গোয়াইনঘাট প্রতিনিধি:::

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার জন্যই স্বাধীনতা এনে দিয়েছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাম্প্রদায়িকভাবে সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ কর্মে নিয়োজিত থেকে দেশ গড়ার কাজে অবদান রাখছে।

বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এ দেশের অমূল্য সম্পদ। সাংস্কৃতিক নানা উপাদান এসব জাতিগোষ্ঠীর সক্ষমতার বহিঃপ্রকাশ। জাতীয় উন্নয়নের জন্যই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতির বিকাশে কাজ করছে বর্তমান সরকার। বাংলা, বাঙালি ও বাঙালি সংস্কৃতির সঙ্গে যার জীবন, সংগ্রাম ও রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন থেকে শুরু করে তিনি বাঙালির স্বাধিকার আন্দোলনসহ সব আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের চেতনাই বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষকে একতাবদ্ধ করে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তীব্র গণ-আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়ে উঠেছিল।

মন্ত্রী শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনের সামনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)-শীর্ষক কর্মসূচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী এসময় উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারী হাসপাতালের সহায়তায় সমতলে বসবাসরত ১৪ টি পরিবারের মাঝে ষাঁড় গরু বিতরণ ছাড়া ১৪০ টি পরিবারে হাস ও মোরগদের ঘর বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খাঁন,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল সাবের,কমিউনিটি এক্সটেনশন এজেন্ট বীরবল ঘোষ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments