Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে ৯০ নারী পেলেন সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ

কমলগঞ্জে ৯০ নারী পেলেন সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ

 

জেলা প্রতিনিধ, মৌলভীবাজার ::

 

মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তৃতীয় পর্যায়ের প্রকল্পের ৯০ জন নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ জুন) বিকেলে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। মন্ত্রী ৯০ জন নারীর হাতে মোট ১ কোটি ১৬ লক্ষ টাকার চেক তুলে দেন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তৃতীয় পর্যায়ের প্রকল্পের ৯০ জন নারী কর্মীরা ৪ বছর কাজ করেন। সেখানের বেতন থেকে সঞ্চয় হিসেবে জনপ্রতি এক লক্ষ ১৬ হাজার টাকার জমাকৃত চেক ও সনদপত্র উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments