Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটে পুসাগের মেধাবৃত্তির পুরষ্কার বিতরণী সম্পন্ন

গোয়াইনঘাটে পুসাগের মেধাবৃত্তির পুরষ্কার বিতরণী সম্পন্ন

 

মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট উপজেলা::

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় “PUSAG TALENT HUNT-24” মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ই জুন) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে
“পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)” এর উদ্যোগে ও “আব্দুল গফুর ট্রাষ্ট” এর সৌজন্যে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রুহুল আমিন মারুফের সভাপতিত্বে ও সাধারনসম্পাদক যুনেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন, প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.তৌহিদুল ইসলাম ও বিশেষ আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. আতি উল্লাহ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা সহকারী কমিশন (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, খোদেজা রহিম কলি, বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইদুল হক, ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এম.এ রহিম, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, আব্দুল গফুর ট্রাষ্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ,

 

উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন বিন্নাকান্ধী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফৌজিয়া বেগম, গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা জান্নাত, পুসাগের সদস্যদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শামীমা শাম্মী, পটুয়াখালী ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র ফাহিম আহমদ, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মারুফ, বক্তব্য রাখেন
পুসাগের সাবেক সভাপতি গোলজার হোসেন, জার্মানের ডিগেনডর্ফ ইন্সটিটিউট অফ টেকনোলজী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমদ, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়ত করেন পুসাগের সদস্যদের মোস্তাফিজুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন ফখরুজ্জামান ফলিক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সিএ লুৎফুর রহমান, সাংবাদিক হেলাল আহমদ বাদসা, মতিউর রহমান (দুলাল), ছাদিকুর রহমান, তানজিল হোসেন, পুসাগের সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোয়াইনঘাট উপজেলার শিক্ষার্থীগন।

উল্লেখ্য গত ২৬ এপ্রিল উপজেলার বঙ্গবীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে অষ্টম ও দশম শ্রেণির ২৫০জন পরীক্ষার্থী অংশগ্রহনে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় দুইটা ক্যাটাগরীতে মোট ১৬জন উত্তীর্ণ প্রতিযোগীদের মধ্যে আজকের উপস্থিত অতিথি বৃন্দ সম্মাননা কেষ্ট, সার্টিফিকেট ও সম্মানি খাম প্রদান করেন। এছাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইসচেয়ারমদের পুসাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ফুলেল শুভেচছা প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments