Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে ভূমি সপ্তাহ উপলক্ষে ১৪৭ জন গৃহ ও ভূমি প্রাপ্ত উপকারভোগীদের মাঝে...

শ্রীমঙ্গলে ভূমি সপ্তাহ উপলক্ষে ১৪৭ জন গৃহ ও ভূমি প্রাপ্ত উপকারভোগীদের মাঝে খতিয়ান হস্তান্তর

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

‘স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক’ এ প্রতিপ্রাদ্য সামনে রেখে শ্রীমঙ্গল ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস সংলগ্ন প্রাঙ্গণে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ ও এ সংক্রান্ত সকল সেবা সহজলভ্য করতে এবং ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। এসময় তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে তা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সেবা প্রদানের অনুরোধ করেন।

 

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী।

এ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিস-সহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ১৪৭ জন গৃহ ও ভূমি প্রাপ্ত উপকারভোগীদের মাঝে ২ শতক জায়গার খতিয়ান হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments