Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/sylheterkagoj/public_html/wp-includes/functions.php on line 6121
ঈদ'কে সামনে রেখে জাফলংয়ে পর্যটন উন্নয়ন কমিটির বিশেষ সভা - Sylheter Kagoj : সিলেটের কাগজ |
Monday, April 21, 2025
Homeসিলেট বিভাগসিলেটঈদ'কে সামনে রেখে জাফলংয়ে পর্যটন উন্নয়ন কমিটির বিশেষ সভা

ঈদ’কে সামনে রেখে জাফলংয়ে পর্যটন উন্নয়ন কমিটির বিশেষ সভা

 

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি:

সিলেটের প্রকৃতিকন্যা জাফলংয়ে বেড়াতে আসা পর্যটক,দর্শনার্থীদের আগমন ও নিরাপদ প্রস্হানে প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে ব্যবস্হা আরও জোরদার করা হয়েছে। যে কোন মূল্যে উপজেলার প্রতিটি পর্যটন স্পটের পরিবেশ সুশৃঙ্খল রাখতে ঈদ পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক জরুরি মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়েছে।

 

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাফলং পর্যটন কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১২ টায় গোয়াইনঘাট উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আয়োজনে স্থানীয় একটি রেষ্টুরেন্টে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন।

 

মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ পিপিএম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার এস আই ফখরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, জাফলং পর্যটন হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত, জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, বৃহত্তর জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, জাফলং ট্যুরিষ্ট গাইড ও নৈকা চালক যুব সংঘের সভাপতি বাছির উদ্দিন, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘের সভাপতি আমির মিয়াসহ পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

সভায় বক্তারা বলেন, পর্যটন কেন্দ্র জাফলংসহ গোয়াইনঘাটের সকল পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও তাঁদের ভ্রমণ নির্বিঘ্নকরণে পর্যটক দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা বিধানে আরও দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সরকারের যে কোন  উদ্যোগ ও সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সহযোগিতার অঙ্গিকার করেন।

 

 

সভায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পর্যটক নিরাপত্তায় প্রশাসন ও পুলিশের কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে গোয়াইনঘাটে ভ্রমনে আসা পর্যটকরা যাতে নির্ভিঘ্নে ভ্রমণ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারে সে লক্ষে প্রশাসন ব্যবস্হা নিয়েছে। আসন্ন ঈদুল আযহাসহ ছুটির দিনগুলোতে পর্যটক নিরাপত্তায় প্রশাসনের বিভিন্ন টিম মাঠে নিযুক্ত থাকবে।

 

 

পর্যটন কেন্দ্রে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পাশাপাশি, স্থানীয় জনপ্রতিনিধি, গোয়াইনঘাট থানা, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশ ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন একীভূত হয়ে যৌথভাবে কাজ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments