Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটডাচ পরীক্ষার আগে টাইগার শিবিরে সুসংবাদ

ডাচ পরীক্ষার আগে টাইগার শিবিরে সুসংবাদ

 

স্পোর্টস ডেস্ক,

আইসিসি র‍্যাঙ্কিংয়ে মাঠের ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনরা। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তারা। এ ছাড়া মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরাও উন্নতি করেছেন।

 

বুধবার (১২ জুন) টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

 

বোলিংয়ে ১০ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নিলেও, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ রান দিয়ে উইকেট পাননি তিনি। এরপরও ৬২০ রেটিং নিয়ে ত্রয়োদশ স্থানে উঠেছেন ফিজ। যা বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থান।

 

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়ে ৫৯৭ রেটিং নিয়ে ১৯তম স্থানে উঠেছেন পেসার তাসকিন আহমেদ।

 

শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন স্পিনার রিশাদ হোসেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেট নেন তিনি। তাই ৫৪৮ রেটিং নিয়ে ২৪ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন রিশাদ।

 

শ্রীলংকার বিপক্ষে ১ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট নিয়ে ১০৮ ধাপ এগিয়ে ৩৮৮ রেটিং নিয়ে ৯৮তম স্থানে আছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব।

 

এদিকে অলরাউন্ডার তালিকায় ২২৩ রেটিং নিয়ে শীর্ষে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন সাকিব। চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে ব্যাট-বল হাতে ফ্লপ ছিলেন তিনি। তাতেই শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। ১৫ রেটিং হারিয়ে র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে নেমে গেছেন সাকিব। তার রেটিং এখন ২০৮। এই তালিকায় রাজত্ব করছেন মোহাম্মদ নবি।

 

ব্যাটিং তালিকায় ৩২ ধাপ এগিয়ে বাংলাদেশের হয়ে এখন সেরা অবস্থানে আছেন তাওহিদ হৃদয়। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ২০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসে দলের জয়ের বড় অবদান রাখেন হৃদয়। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এই দুই ইনিংসের সুবাদে ৫৭৪ রেটিং নিয়ে তালিকার ২৭তম স্থানে উঠেছেন হৃদয়।

 

হৃদয়ের পর ব্যাটিং তালিকায় বাংলাদেশের পক্ষে আছেন লিটন দাস। ৫২৪ রেটিং নিয়ে ৪১তম স্থানে আছেন তিনি।

 

তবে টি-টোয়েন্টিতে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। পরের দু’টি স্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের ফিল সল্ট ও পাকিস্তানের বাবর আজম।

 

অন্যদিকে বোলিং তালিকায় শীর্ষ তিনটি স্থানে আছেন যথাক্রমে- ইংল্যান্ডের আদিল রশিদ, শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও আফগানিস্তানের রশিদ খান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments